জুমবাংলা ডেস্ক : নরসিংদীর শিবপুরে মেহেদী হাসান শান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত মেহেদী হাসান শান্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
নিহত শান্ত শিবপুর কলেজ গেট এলাকার পল্লী বিদ্যুতের ঠিকাদার মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন। এ দুর্ঘটনায় তার বন্ধু শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ছাত্র নাদিম সরকার (২৫) গুরুতর আহত হন।
পুলিশ জানায়, দুপুরে মেহেদী হাসান শান্ত ও নাদিম সরকার মোটরসাইকেলযোগে নরসিংদী থেকে শিবপুরে ফিরছিলেন। তারা সৈয়দনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শান্ত মৃত্যুবরণ করেন ও নাদিম হাসপাতালে চিকিৎসাধীন।
শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান দুঘটনায় হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।