সয়াবিন তেলের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ করায় ক্রেতার মাথা ফাটালেন দোকানি

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্যের প্রতিবাদ করায় জাকির হোসেন (৪৩) নামে এক ক্রেতার মাথা ফাটিয়ে দিয়েছে দোকানদার।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। জাকির হোসেন জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে পরিবার নিয়ে শহরের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জাকির হোসেন বাসার পাশেই শাফি উদ্দিন নামের এক ব্যক্তির দোকান থেকে এক লিটার সয়াবিন তেল বাকিতে নেন। বিকেলে আসর নামাজের পর সেই দোকানে তেলের মূল্য পরিশোধ করতে যান তিনি। সেখানে দোকানদার তেলের দাম ১৮০টাকা পরিশোধ করতে বলেন। এ সময় জাকির হোসেন দোকানদারকে বলেন, বোতলে লিখা আছে ১৬০ টাকা, আপনি ১৮০টাকা কেন নিবেন। এনিয়ে জাকির প্রতিবাদ করলে দোকানদার চেয়ার তুলে তার ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন জাকির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। ওই ঘটনার পর দোকান বন্ধ করে দোকানদার পালিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮০০ টাকা কেজি গরুর গোশত বিক্রি, গুনলেন জরিমানা