আন্তর্জাতিক ডেস্ক : জোমাটোতে সবচেয়ে বেশি যে খাবার অর্ডার করা হয়েছিল সেটি কী জানেন? কী আবার! বিরিয়ানি! ২০২২ সালে জোমাটো ব্যবহারকারীরা প্রতি মিনিটে গড়ে ১৮৬ প্লেট বিরিয়ানির অর্ডার করেছেন। সুইগির বার্ষিক রিপোর্টেও সবচেয়ে জনপ্রিয় খাবারের নিরিখে এক নাম্বারে বিরিয়ানি।
দিনে গড়ে ৯ বার খাবার অর্ডার করে জোমাটোতে রেকর্ড করেছেন ভারতের দিল্লির বাসিন্দা অঙ্কুর। ২০২২ সালে ৩,৩৩০ বার অর্ডার করেছেন ঐ ব্যক্তি। জোমাটো তার বার্ষিক প্রতিবেদনে অঙ্কুরকে দেশের সবচেয়ে বড় ভোজনরসিক তকমা দিয়েছে।
বিরিয়ানির পরেই জোমাটোতে অর্ডারের তালিকায় দ্বিতীয় জনপ্রিয়তম খাবার হচ্ছে পিজ্জা। ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৯টি পিজ্জা ডেলিভারি করেছে জোমাটো।
জোমাটোতে অর্ডার করার পর বিল পেমেন্টের আগে প্রোমো কোড দেওয়ার অপশন থাকে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি প্রোমো কোড ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জের ব্যবহারকারীরা। সেখানকার ৯৯. সাত শতাংশ অর্ডারেই কোনো না কোনো প্রোমো কোড ব্যবহার করে ছাড় পেয়েছেন গ্রাহকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।