৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে সাবেক এমপি

৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে

জুমবাংলা ডেস্ক: ৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় আমেনা খাতুনের সঙ্গে মাসুদ অরুণের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নববধূ আমেনা খাতুন চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

অনুষ্ঠানে পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।
৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে
মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে।

২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

৫৮ বছর বয়সে বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন অনেকেই।

নিজের তৈরি করা কাঠের সাইকেলে ঘুরে বেড়ান কিশোরগঞ্জের সোহাগ