বিনোদন ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘শুধু আল্লাহ খোদার পথে চলে গেছি, ধৈর্য্য ধরি। আল্লাহ ধর্য্যশীলদের পছন্দ করেন এবং ক্ষমাকারীকে পছন্দ করে। ক্ষমাও করছি, ধৈর্য্যও ধরছি। কিন্তু আল্লাহ এটাও বলছে, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ আর জানের বদলে জান।
সবই কিন্তু এলাও আছে, ক্ষমাকারীকে বেশি পছন্দ করে বলে ওইটাই বেছে নিয়েছি। যদি আগেরটা বেঁছে নেই ৫ মিনিট নারায়ণগঞ্জ শহরে দাঁড়াতে পারবে না কেউ। এটা আমরা লাঠির জোড় দিয়ে করবো না, জনগণের শক্তি দিয়েই হবে। আমি বিশ্বাস জনতার শক্তির চেয়ে কোন শক্তিই বেশি হতে পাড়ে না৷’
বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার নম পার্কে ইউপি চেয়ারম্যান মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, ত্বকী হত্যা নিয়ে দোকানদারি চলছে৷ তথ্য প্রমাণসহ যতটুকু আমি জানি তা নিয়ে প্রেস কনফারেন্স করবো৷ নারায়ণগঞ্জে অথবা ঢাকায়৷ সঙ্গে সঙ্গে এই হত্যাকাণ্ডের বিচার তড়িৎ গতিতে যাতে হয় সেই দাবি করবো৷ ধৈর্যেরও সীমা আছে৷ কোর্টে গিয়া বিচার চান৷ খসড়া চার্জশিট বলতে কোনো চার্জশিট নাই৷ থাকলে সেটা দেখান না৷
তিনি বলেন, আমাদের কর্মীরা অনেকেই ক্ষেপে গেছেন। অনেকের রাগ উঠে গেছে। ধৈর্য্য ধরেন। এই সময়টা পর্যন্ত ওয়েট করেন। প্রেস কনফারেন্স করার পর আমাদের জানা তথ্য যখন বলে দিবো। যারা তদন্ত করেছিলো সেদিন, তাদের প্রধানও কিন্তু সাত খুনের আসামি। এখন কারাগারে রয়েছে। কার সাথে কথা বলেছিলো, কার সঙ্গে কন্ট্রাক্ট করেছিলো সব কিছু আমি জানি।
শামীম ওসমান বলেন, সকল হত্যার বিচার চাই৷ ২০ জন হত্যা হয়েছে আমার, সেই বিচারও পাই নাই৷ পারভেজ গুম হয়েছে, তাকে পাই নাই৷ কারা পারভেজকে গুম করার পেছনে ছিলো জানতে চাইবো আমি৷ মাকসুদ হত্যার পেছনে কারা ছিলো জানতে চাইবো আমি৷ অত বেশি বাড়াবাড়ি করবেন না৷ আপনাদের পায়ের তলায় কতটুকু মাটি আছে আমি জানি৷
তিনি বলেন, একটা রাজাকারের বাচ্চা, আরেকটা লিপস্টিক দেয়া৷ এমন কোনো লুচ্চামি নাই যে জীবনে করে নাই৷ এরা সমাজপতি হওয়ার চেষ্টা করছে৷ এসময় শামীম ওসমান আরও বলেন, এখানে ওসি সাহেব আছে৷ ওনাকেও আমি কাজে লাগাবো৷ আমার ইউএনও, ওসি আমরা টিম৷ উনি পুলিশ না৷ যেদিন পুলিশ হবে, বলবো আসসালামুআলাইকুম যান৷ ইউএনও ইউএনওগিরি দেখাবে, আসসালামুআলাইকুম যান৷ আমি শামীম ওসমান বদলি-ফদলির ইয়ে করি না৷ আপনি যান, ব্যাস যান৷ কিন্তু আমি জানি ওনাদের সম্বন্ধে৷ আমাদের একটা পরিবার হতে হবে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।