স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উদ্যোগে গ্রান্ড সেলিব্রেশন ও কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হবে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে রাবির আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব।
অনুষ্ঠানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বুথে চলছে রেজিস্ট্রেশন। অনুষ্ঠানে অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৯৯টাকা। আয়োজনে সব দলের সমর্থকরা অংশগ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানের কর্মসূচিতে রয়েছে দুপুরে মধ্যাহ্ন ভেজ। এরপর বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সার্বিক বিষয়ে জানতে চাইলে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এখন পর্যন্ত আমাদের বুথে রেজিস্ট্রেশন করছে একশত জনের অধিক। অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে আমি বলতে পারছি না কতজন হয়েছে। সবার অংশগ্রহণে ভালো একটি আয়োজন উপহার দিতে পারব বলে আশা করছি।
তিনি আরো বলেন, ভোজের জন্য একটি গরু ও খাসি জবাই করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।