পাবনায় আবাসিক হোটেল থেকে ১০ শিক্ষার্থী আটক

জুমবাংলা ডেস্ক : পাবনায় একটি আবাসিক হোটেল থেকে ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ করেছে পুলিশ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব গলিতে ‘ইভিনিং টাচ আবাসিক হোটেল-১’ এ অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীদের আটক করা হয়।

পুলিশ জানায়, পাবনা শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব ও সোনাপট্টি গলিতে অবস্থিত ইভিনিং টাচ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় ১০ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই পাবনা শহর কেন্দ্রিক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

আটককৃতদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন ডিবি পুলিশ।

স্থানীয়রা জানান, শহরের প্রভাবশালী শিল্পপতির প্রতিষ্ঠান ‘ইভিনিং টাচ আবাসিক হোটেল-১।’ এর আগেও এ শিল্পপতির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সেখানে অনৈতিক কর্মকাণ্ড হয়-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এসময় পাঁচ জন মেয়ে ও পাঁচ জন ছেলেকে আটক করা হয়।

আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ছাগল চুরির দায়ে আ.লীগ নেতা গ্রেফতার, ফ্রিজ থেকে মাংস উদ্ধার