সাইফুল ইসলাম, প্রতিনিধি : মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত দুই দিনে সদর উপজেলার বিভিন্ন স্থানে চালানো পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
৩২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬: শনিবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার একটি ঘাটের পাশ থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. সোহেল রানার কাছ থেকে ১৭০ পিস, মো. নাবিল আহমেদের কাছ থেকে ১৫০ পিস এবং মো. শামীমের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি তিন আসামি—জীবন, মামুন হোসেন ও রাজীব—মাদক বিক্রয়ে সহায়তা করছিলেন বলে জানায় পুলিশ।
গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬ জন: এর আগে শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বেতিলা চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসআই তানভীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে চালানো অভিযানে শেখ আনোয়ারের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, সবুজ হোসেন ও সিহাব হোসেনের কাছ থেকে ১৫টি করে মোট ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃত আসামিরা গাঁজা ও ইয়াবা বিক্রির কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩: শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার উত্তর সেওতা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় মো. আল আমীনের কাছ থেকে ১০০ পিস এবং মো. মনির হোসেনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই হিমেল হোসেন।
ডিবির ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার সবাই পেশাদার মাদক চক্রের সক্রিয় সদস্য এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রতিটি ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।