আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন জান্তার বাহিনীর বিমান হামলায় দেশটির একটি স্কুলে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। এ খবর দিয়েছে দেশটির ছায়া সরকার। খবর রয়টার্সের।
ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) পরিচালিত স্কুলটি সাগাইং অঞ্চলের দেপায়িন শহরে অবস্থিত। যা মান্দালয়ের প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে।
এনইউজির মুখপাত্র নে ফোন লাট বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে। হামলার কারণে কেউ কেউ নিখোঁজও থাকতে পারে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২০২১ সালের অভ্যুত্থানের পর জান্তা সরকার বিরোধীদের দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগ শুরু করে। যার পর থেকে দেশটি ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে সামরিক সরকার দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও এনইউজি-সংশ্লিষ্ট প্রতিরোধ আন্দোলনের কাছে অনেক এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে।
রয়টার্স থেকে যোগাযোগ করা হলে জান্তা সরকারের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এপ্রিলের শুরুর দিকে দেশটিতে একটি ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হন। এরপর দেশটির জান্তা সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি চুক্তি সই হয়। গত সপ্তাহে জান্তা সরকার জানিয়েছিল, ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের কিছু অঞ্চলে সামরিক বাহিনী বিমান হামলা ও কামান হামলা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, এনইউজি হলো ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া নির্বাচিত সরকারের সদস্যদের নিয়ে গঠিত একটি ছায়া সরকার। যাতে অন্যান্য জান্তাবিরোধী গোষ্ঠীগুলোও যুক্ত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।