মানিকগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে মাদকসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হামিমুর রশীদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জেলার হরিরামপুর উপজেলার কালই এলাকার আ. বাতেনকে তার নিজ বসতবাড়ি থেকে ২৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আ. বাতেন কালই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে। এ ঘটনায় হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, সদর উপজেলার পাছবারইল এলাকা থেকে মো. আরমান মিয়া (১৯) নামের এক যুবককে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন। আরমান পাছবারইল গ্রামের নান্নু মিয়ার ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।