২ কেজি ওজনের ৩ জোড়া ইলিশ মাছ বিক্রি হচ্ছে যত টাকা

ইলিশ মাছ

জুমবাংলা ডেস্ক : রবিবার নদীতে জাল ফেলেছিলেন এক মৎস্যজীবী। ৬টি বড় ইলিশ ধরেছেন তিনি। ইলিশগুলি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এক ব্যবসায়ী। প্রতিদিনই মাছ ধরতে নদীতে জাল ফেলেন মৎস্যজীবীরা। জালে অনেক রকমই মাছ ধরা পড়ে। কিন্তু যদি ইলিশ জালে উঠে আসে, তা হলে খুশিটা দ্বিগুণ হয়ে যায়।

ইলিশ মাছ

সে রকমই উচ্ছ্বাস ধরা পড়েছে এক মৎস্যজীবীর। নদীতে জাল ফেলে এক সঙ্গে ছ’টি ইলিশ মাছ ধরলেন ওই মৎস্যজীবী। প্রতিটি ইলিশের ওজন দু’কেজি। ইলিশগুলি কিনতে হলে গুনতে হবে কয়েক হাজার টাকা।

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রবিবার জাল ফেলেছিলেন হামিদ উল্লাহ নামে এক মৎস্যজীবী। রবিবার সন্ধ্যায় জাল টেনে তুলতেই দেখেন, তিন জোড়া ইলিশ পেয়েছেন। যার জেরে স্বভাবতই খুশি তিনি।

কেন বয়সে বড় পুরুষের প্রেমে পড়েন নারীরা

ছ’টি ইলিশ বিক্রি করতে পরে বাজারে নিয়ে যান ওই মৎস্যজীবী। তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকায় ইলিশগুলি কেনেন মৎস্য ব্যবসায়ী নবি হোসেন। ওই ব্যবসায়ীর কথায়, নাফ নদীর ইলিশ মাছও সুস্বাদু। সে কারণেই দাম বেশি। তিনি মাছগুলি কিনে আবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রির জন্য দাম ধার্য করা হয়েছে ২০ হাজার টাকা।