জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে টানা ২০০ ওয়াক্ত (৪০ দিন) জামায়াতে নামাজ আদায় করায় ২১ জন শিশুকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া আরও ২৯ জনকে বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এসব পুরস্কার বিতরণ করা হয়। ঢাকার এক ব্যবসায়ী এই আয়োজনে আর্থিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানের সমন্বয়ক পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শিশু-কিশোরদের নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২১ জনকে বাইসাইকেল ও ২৯ জনকে অন্যান্য উপহার দেওয়া হয়েছে।
হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব ও চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. ফয়েজ উল্যাহ মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রত্যেক গ্রাম ও সমাজে আয়োজন করা উচিত। এতে শিশু-কিশোররা নামাজের প্রতি উৎসাহিত হবে, পাশাপাশি সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং সংস্কৃতি রোধে সহায়ক হবে।
পুরস্কারপ্রাপ্ত শিশু মো. সিয়াম জানান, এ প্রতিযোগিতা তাদের জামায়াতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। বাইসাইকেল পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্যাহর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সুবর্ণচর উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আহছান উল্যাহ। পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন। চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন। ব্র্যাক ব্যাংক মাইজদী শাখার ব্যবস্থাপক সাইদুজ্জামান সুজন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।