জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে ২১ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস, যা তিমি মাছের বমি হিসেবে পরিচিত, উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় শামসুল আলম (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) বিজিবি টহল দল শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির সদস্যরা সন্দেহভাজন হিসেবে একজনকে বস্তাসহ দেখতে পায় এবং তাকে আটক করে।
আটককৃতের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে থাকা একটি বালতি থেকে ৮ কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২১ কোটি টাকা। পরে, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য নিশ্চিত করা হয়।
আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের
উদ্ধারকৃত অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।