জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আমি মেয়র থাকাকালে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ২৬০০ মসজিদের ইমাম ও খতিবকে মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করেছিলাম। আমাকে মেয়রের পদ থেকে সরিয়ে দিয়ে প্রথমই সকল ইমাম-খতিবদের সম্মানী বন্ধ করে দেওয়া হয়। তিনি এসব ইমাম ও খতিবদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করে দেওয়ার আশ্বাস দিয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর ২১নং ওয়ার্ডের নান্দুয়াইন মাস্টারবাড়ি এলাকায় জামিয়া আতুল উলুমিল ইসলামিয়া গাজীপুরের বার্ষিক বড় সভায় বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলাম। আমাকে না জানিয়ে কোনো চিঠি না দিয়ে ওই কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এমনকি কমিটির একজন সদস্য পর্যন্ত রাখা হয়নি।
সভায় প্রধান মেহমান ছিলেন সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের শায়েখ ড. আদনান আল খাতিরী। এসময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, তরজুমানে আহলে সুন্নত ওয়াল জামাতের আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।