সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকা সংলগ্ন পদ্মানদীতে আজ সকাল ১০টার দিকে ৪৭টি গরুসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ১৯টি জীবিত গরু উদ্ধার হলেও বাকি ২৮ টি গরু ও ট্রলার এখনো উদ্ধার করা যায়নি। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা পরিয়ে যাওয়ার পরে ৪.৩০ মিনিটে ১টি এবং ৫টায় আরেকটি মৃত গরু ভেসে উঠে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, ৪৭ টি গরু বোঝায় ট্রলারডুবির ঘটনায় সকাল থেকেই উদ্ধার কাজ চলছে। ১৯ টি গরু জীবিত উদ্ধার করা গিয়েছে। আমরা ট্রলারটিও শনাক্ত করতে পেরেছি কিছুক্ষণ আগেই ২ টি গরু মৃত ভেসে উঠেছে। মারা যাওয়া গরুগুলো ও ট্রলার উদ্ধারকাজ চলমান রয়েছে।
উদ্ধার কাজ পরিচালনা করেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ইমতিয়াজ মাহমুদ। তার দক্ষতা ও নির্দেশনায় গরু বোঝাই ট্রলারটি শনাক্ত করা গিয়েছে।
তিনি বলেন, ‘স্থানীয় জেলেদের সহযোগিতায় বিস্তীর্ণ এলাকাজুড়ে জাল পেতে ডুবন্ত ট্রলারটি শনাক্ত করা হয়েছে। এবং বেশ কয়েকটি ট্রলার ও একটি সাম্পানের মাধ্যমে ডুবন্ত ট্রলার বাধা হয়েছে।’ বাকি গরুগুলো মৃত অবস্থায় দ্রুত পাড়ে টেনে নেয়ার কাজ চলছে বলে জানান তিনি।
এ ছাড়াও উদ্ধারকাজে রয়েছে ডুবুরি দল আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশন শিবালয়ের ৬জন কর্মী এবং হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭জন কর্মীসহ সিংগাইর সদর সার্কেল আব্দুল্লাহ আল ইমরানসহ স্থানীয়রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।