সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেতে তিন ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
)
বুধবার দুপুরে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসমাউল হুসনা এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার গোলড়া চরখন্ড, জাগীর ও নওখন্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের আইন লঙ্ঘন করে মহাসড়কের পাশের জায়গা দখলে করে ব্যবসা করায় এবং বিভিন্ন জিনিষপত্র রাখায় তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা জানান, অভিযানের জরিমাকৃত ব্যক্তিরা তাদের জরিমানা পরিশোধ করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে মহাসড়কের আইনের বিষয়ে সচেতন এবং সর্তক করা হয়। অভিযানে পুলিশ ও স্থানীয়রা সহযোগীতা করেন বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।