মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বেসরকারি বাংলা টিভির সাংবাদিক অহিদুর রহমান রানার বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ চেষ্টা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিন আসামীকে জেলহাজেতে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আদালতের বিচারক রাহুল দে জামিন না মজ্ঞুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আসামীরা হলেন, সদর উপজেলার বেতিলা এলাকার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এস মাহমুদ রাজ্জাক অপু, এস মুজিদ রাজ্জাক পার্থ এবং একই এলাকার সালাহ উদ্দিন হায়দার।
এজহারপত্রে জানা যায়,পূর্বশত্রুতার জেরে গত ১৯ আগস্ট সন্ধায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদ রাজ্জাক অপুসহ অজ্ঞাত প্রায় ২০জন ব্যক্তি সাংবাদিক অহিদুর রহমান রানার বাড়ি ভাংচুর করে এবং অগ্নিসংযোগ চেষ্টায়।পরে স্থানীয় এগিয়ে আসলে ৫লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে ভাড়িঘর ভাংচুর ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে এঘটনায় ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাংবাদিক অহিদুর রহমান রানা বাদি হয়ে মামলা করেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তানভীর হোসেন ভুইয়া তদন্ত শেষে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদ রাজ্জাক অপু, এস মুজিদ রাজ্জাক পার্থ, সালাহ উদ্দিন হায়দার ও টুটুল ভুইয়াসহ অজ্ঞাত প্রায় ২০জনকে অভিযুক্ত করে আদালতে চাজশিট দাখিল করেন।
বাদি পক্ষের আইনজীবী মো.হুমায়ন আহমেদ জানান,আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীদের প্রতি সমন জারি করেন এবং মঙ্গলবার দুপুরে আসামীরা আদালতে হাজির হোন। এসময় আসামী পক্ষের আইনজীবী আদালতের কাছে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মজ্ঞুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মামলার অপর আসামী টুটুল ভুইয়া আদালতে অনুপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ আদালত পুলিশের এস আই এস.এম সুলতান মাহমুদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সন্ধায় মামলার তিন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।