সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ডিমের মূল্য তদারকির লক্ষ্যে মানিকগঞ্জের বিভিন্ন বাজার ও আড়তে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত মূল্যে ডিম বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারের কার্তিক স্টোরকে ২ হাজার টাকা, রাহিমা স্টোরকে ৭ হাজার এবং সুজন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
ভোক্তার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অতিরিক্ত মূল্যে ডিম বিক্রয় করা, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা। তিনি আরও জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।