সুয়েব রানা, সিলেট : বৈষম্যবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট বালাগঞ্জ বাজার পশ্চিম অংশ থেকে পূর্ববাজার পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং পথসভা করে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও
টিসিবি মাত্র ১০০ টাকায় সয়াবিন তেলসহ ছোলা ও খেজুর বিক্রি করবে
পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি সাইদুল হক সুহেল, দপ্তর সম্পাদক আব্দুস সত্তার, কৃষকদল সভাপতি হাজি ছইল মিয়া, অভিবক্ত সহ সাংগঠনিক সম্পাদক পনির আজাদ, যুবদলের আহবায়ক ফয়জুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাবুল আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।