বধ্যভূমির সামনে তিন হাজার শিল্পী একসঙ্গে গাইলেন জাতীয় সংগীত

boddovumi

জুমবাংলা ডেস্ক : বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংগীত একসঙ্গে গেয়েছেন তিন হাজারের বেশি শিল্পী। এই ভিডিওটি ধারণ করা হয়েছে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমির সামনে। আগামী ডিসেম্বরে বিজয়ের মাসে গানটি ডিজিটাল প্লাটফর্মে প্রচার করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।

boddovumi

আজ শুক্রবার সকালে জাতীয় সংগীতের এই দৃশ্যধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ছায়ানট সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। তিনি বলেন, আমরা জাতীয় সংগীতসহ কিছু দেশের গান রেকর্ড করার পরিকল্পনা করেছি, পহেলা ডিসেম্বর থেকে ডিজিটাল প্লাটফর্মে প্রচার করব।

লাইসা আহমেদ লিসা আরও বলেন, ছায়ানট, নালন্দার ছেলে মেয়েরা অংশ নিয়েছে রেকর্ডিংয়ে। সেটি ফেসবুকে কেউ কেউ হয়তো শেয়ার করে থাকতে পারেন। আমরা পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাব।

নিরপরাধ ব্যক্তিদের আসামি করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা

এদিকে শুক্রবার রাত পৌনে ৯টায় ছায়ানটের ফেইসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, আসন্ন বিজয়ের মাস উপলক্ষ্যে শুক্রবার ছায়ানট ৩টি দেশের গান ও জাতীয় সংগীতের অডিওকে ভিডিওতে রূপান্তরের জন্য দৃশ্যধারণ করেছে।