পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কোরাল মাছ। মাছ দুটির ওজন ৪৪ কেজি। যার মধ্যে একটি ২৭ কেজি এবং অন্যটি ১৭ কেজি।

আজ শুক্রবার সকালে মাছ দুটি বাজারের নিয়ে আসলে নিলামে ১৫০০ টাকা কেজি দরে প্রায় ৬৬ হাজার টাকায় কিনে নেন গাজী ফিশের স্বত্ত্বাধিকারী মো. বশির গাজী।
বশির গাজী বলেন, ‘মূলত বড় মাছের চাহিদা কুয়াকাটায় বেশি। তাই আমরা উপকূলীয় এলাকার জেলে এবং বড় মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছগুলো সংগ্রহ করি। আজকে সুন্দরবন থেকে এই মাছ দুটি আমি সংগ্রহ করেছি। চাহিদা থাকায় এগুলো ভালো দামে বিক্রি করতে পেরেছি।’
বাজারের ব্যবসায়ী মিজান বলেন, ‘বিশাল আকৃতির সামুদ্রিক মাছ সাধারণত পর্যটকদের কাছেই বেশি বিক্রি হয়। বর্তমানে কুয়াকাটায় এর চাহিদা বেশ ভালো।’
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটার সদস্যসচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, ‘এ মৌসুম সাধারণত বড় মাছের মৌসুম। ইলিশ, কোরালসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সরবরাহ থাকে। তবে আগের তুলনায় এখন বড় মাছ কম আসে। ৫–৭ বছর আগে অনেক বেশি মাছ পাওয়া যেতো।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সম্প্রতি ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



