স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। সাজঘরে ফিরে গেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়।
সপ্তম ওভারেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ৭ ওভারে ৫ উইকেটে ৪৭ রান। রিশাদ হোসেন ৩ বলে ৬ ও শামীম হোসেন ১ বলে শূন্য রানে ব্যাট করছেন। ৪ বলে ৫ রান করেছেন লিটন। আর শান্ত ফিরেছেন ৮ বলে ৪ রান করে। ১০ বলে ১৪ রান এসেছে রনি তালুকদারের ব্যাট থেকে। সাকিব আল হাসান করেছেন ৬ বলে ৬ রান। তাওহীদ হৃদয় ফিরেছেন ১০ বলে ১২ রানে।
আজকের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। বাংলাদেশের একাদশে জায়গা হয়েছে পেসার শরিফুল ইসলামেরও। মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে বিশ্রাম। উল্লেখ্য যে, প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।