জুমবাংলা ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত সাত দিনে ৫০৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ২০৮টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো. ফারুক হোসেন জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৪৬, লালবাগ বিভাগ ৭৩, মতিঝিল বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ২৭, তেজগাঁও বিভাগ ১৮৭, মিরপুর বিভাগ ৬৬, গুলশান বিভাগ ১১ ও উত্তরা বিভাগ ৫১ জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া ২০৮টি মামলার মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় হয়েছে ২৩টি, লালবাগ বিভাগে ৩৫টি, মতিঝিল বিভাগে ১৫টি, ওয়ারী বিভাগে ১৩টি, তেজগাঁও বিভাগে ৭৩টি, মিরপুর বিভাগে ৩২টি, গুলশান ৭টি ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১০টি মামলা দায়ের করা হয়েছে।ছিনতাইকারীদের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান চলমান থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।