জুমবাংলা ডেস্ক : গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গল ও বুধবার (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) দুই দিনে ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রত্যেকটি ব্লকের আয়তন হবে ৫০ একর এবং খরচ হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।
ভারতের যে গ্রামের পুরুষদের কাছে বিদেশি মহিলারা গর্ভবতী হতে আসেন
প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বিজ ও প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন। এ বিষয়ে আজ সরকারি আদেশ জারি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।