সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে চোরাই অটোরিকশা, ব্যাটারী ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ দুইজন অটোরিক্সা চোর ও চুরি করা অটোরিকশার এক ক্রেতাকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত চোর আলী হোসেনের (৩০) বাড়ি মানিকগঞ্জের বড় সরুন্ডী এলাকায় এবং মোঃ রানার (২০) বাড়ি চরগড়পাড়া গ্রামে। অন্যজন মোঃ মামুনের (২৮) বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুখোলা গ্রামে। সে বেউথা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে। তারা অটোরিকশা চুরির সংঘবদ্ধ চক্র বলে দাবী পুলিশের।
আজ রোববার (১১ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, মানিকগঞ্জ থানাধীন পশ্চিম বান্দুটিয়া (কাপালীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে আলী হোসেন নামের একজনকে গ্রেফতার করে মানিকগঞ্জ থানা পুলিশ। এসময় আসামী আলী হোসেনের নিকট থেকে একটি তালা কার্টার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেনের বাড়ি সদর উপজেলার বড় সরুন্ডী গ্রামে। পরবর্তীতে আলী হোসেনের দেওয়া তথ্যমতে আসামী রানাকে তার নিজ বাড়ি চরগড়পাড়া হতে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩টি চোরাই অটোরিক্সা ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আলী হোসেন ও রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেউথা হাসমত বেপারী এর বাড়ির গ্যারেজ হতে আরো ৫টি অটোরিক্সা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত আসামী মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মুধুখোলা গ্রামে। সে বেউথা এলাকার হাসমত বেপাড়ীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল রউফ সরকার বলেন, গ্রেফতার কৃত আসামিরা সকলেই অটোরিক্সা চুরির সাথে জড়িত। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।