জুমবাংলা ডেস্ক : কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায় একটি কাঁঠাল বিক্রয় হলো ১০ হাজার পাঁচ শ’ টাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার ৩০জুন জুমার নামাজের পর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ গ্রামের বরুইয়ারপাড়া জামে মসজিদের জমির কাঁঠাল গাছের একটি কাঁঠাল বিক্রির জন্য নিলামে উঠানো হয়। নিলামে স্থানীয় প্রবাসী মো: সোহেল ভূঁইয়া ১০ হাজার পাঁচ শ’ টাকায় কাঁঠালটি পেয়ে যান।
মো: সোহেল ভূঁইয়া বলেন, মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই নিলামে ১০ হাজার পাঁচ শ’ টাকা দিয়ে কাঁঠালটি কিনেছি।
মসজিদ ইমাম মাওলানা লোকমান হোসাইন সিদ্ধান্ত নিয়েছে, কাঁঠাল নিলামে বিক্রি করে, যে টাকা পাওয়া যাবে তা দিয়ে মসজিদের উন্নয়নের ব্যবহার করা হবে।
মসজিদ কমিটির সেক্রেটারি মো: ফজলুল হক ফুল মিয়া বলেন, এই কাঁঠাল গাছটি পাড়ার মরহুম মো: আবুল ওয়াহাব, মো: খাবিরুল, মো: রাসেল ভূঁইয়া লাগিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি কাঁঠাল গাছের বাকি কাঁঠালগুলো মুসল্লিদেরকে নিয়ে খাব।
এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মো: আব্দুল কাদের, মো: ছামাদ খান, মো: আলেক মিয়া, মো: ইউনুস, সাংবাদিক সোহেল ইসলাম, মো: মঙ্গল মিয়া, মো: হালিম মিয়া, মো: মোস্তফা খান, মো: কবির ভূঁইয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।