জুমবাংলা ডেস্ক : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই মেধাবীরা নিয়মিত এই ধরনের তথ্যগুলি জানার চেষ্টা করে। এছাড়া এর মাধ্যমে আপনি আপনার নলেজের পরিধিকেও বাড়িয়ে তুলতে পারেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ পৃথিবীর কোন প্রাণী শিং নিয়েই জন্মগ্রহণ করে?
উত্তরঃ একমাত্র জিরাফ শিং নিয়েই জন্মগ্রহণ করে।
২) প্রশ্নঃ ভারত মাতার চিত্র কে প্রথম এঁকেছিলেন?
উত্তরঃ ভারত মাতার চিত্র প্রথম এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
৩) প্রশ্নঃ কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয়?
উত্তরঃ আসলে নাইট্রাস অক্সাইড গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে দেয়। এই কারণে একে লাফিং গ্যাসও বলা হয়।
৪) প্রশ্নঃ কলার আকৃতি সবসময় বাঁকা হয় কেন?
উত্তরঃ আসলে কলা সূর্যের দিকে বাড়ে বলেই কলার আকৃতি বাঁকা হয়।
৫) প্রশ্নঃ কোন দেশের পেশাদার খেলা ঘুড়ি ওড়ানো?
উত্তরঃ থাইল্যান্ড দেশের পেশাদার খেলা হল ঘুড়ি ওড়ানো।
৬) প্রশ্নঃ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে যে সকল আদিবাসীরা বসবাস করে তাদের কি বলা হয়?
উত্তরঃ এই আদিবাসীদের বলা হয় টোডা।
৭) প্রশ্নঃ কোন প্রাণী সব জিনিসকে দ্বিগুণ আকারে দেখতে পায়?
উত্তরঃ একমাত্র হাতি সমস্ত জিনিসই দ্বিগুণ আকারে দেখতে পায়।
৮) প্রশ্নঃ জানেন কোন দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত?
উত্তরঃ আসলে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান এই দুটি দ্বীপের মধ্যে ডানকান প্রণালী অবস্থিত রয়েছে।
৯) প্রশ্নঃ ভারতের কোন গ্রামকে ডাক্তারের গ্রাম বলা হয়?
উত্তরঃ আসলে মহারাষ্ট্রের ঘড়ি-ভালি গ্রামের প্রতিটি পরিবারে অন্তত একজন করে ডাক্তার রয়েছে, তাই এই গ্রামকে ডাক্তারের গ্রাম বলা হয়।
১০) প্রশ্নঃ কোন ব্যক্তি তাজমহলকে ব্যক্তিগত সম্পত্তি বলে ৩ বার বিক্রি করেছিলেন?
উত্তরঃ নটবরলাল নামে একজন প্রতারক তাজমহলকে তিনবার বিক্রি করেছিলেন। যদিও তার আসল নাম ছিল মিথিলেশ কুমার শ্রীবাস্তব। তবে তিনি জালিয়াতির কারবার করলেও তাঁর গ্রামের মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন রবিনহুড।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.