জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সাথে ৫ কেজি ওজনের একটি শিলা পড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সাথে এ শিলাটি পড়ে । এ ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে ঝড়-বৃষ্টির এক পর্যায়ে শিলা বৃষ্টি শুরু হয়। শিলা বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশালাকৃতির একটি শিলা পড়ে। যার ওজন আনুমানিক পাঁচ কেজি মতো হবে। এতোবড় শিলা তারা আগে কখনই দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, একটি বড় শিলা পড়ার ব্যাপারে শুনেছি। তবে কেউ আমার কাছে ওই শিলা নিয়ে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।