এবারও পশু কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক : গতবারের মতো এবারও পশু কোরবানি দিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও একটি ছাগল কিনে আজ পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কোরবানি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিদ্যা সিনহা মিম

গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছাগলের সঙ্গে ছবি দিয়েছেন মিম। এই পোস্টে তিনি বলেন, পশু কোরবানির মাধ্যমে একসঙ্গে ঈদ উদযাপন করব।

নিজের ছবি মুক্তির সময় যেমন আনন্দ লাগে, নিজ দেশে বছরের দুই ঈদেও তেমনি করে আয়োজন করতে ভালো লাগে বিদ্যা সিনহা মিমের।

মিম তার ফেসবুক পোস্টে বলেছেন, নিজের ছবি মুক্তির সময় যেমন আনন্দ লাগে, নিজের দেশে বছরের দুই ঈদেও ঈদের আয়োজন করতে ভালো লাগে। ছোট বেলা থেকে বান্ধবীদের নতুন কাপড় কেনা দেখে নিজেও ঈদে কাপড় কিনতাম। নতুন কাপড় ঈদের আগে কাউকে দেখাতাম না। ঈদ আসবে ঈদের আয়োজন হবে না, তা কী করে হয়।

তিনি আরও বলেন, ঈদের সেই আয়োজনটা করতে এখনও ভালো লাগে। বলা যায় অভ্যাস। আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করেন, আমার জন্য কষ্ট করেন, তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন। একসঙ্গে কাল ঈদ উদযাপন করব পশু কোরবানির মাধ্যমে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার পরাণে। সবাইকে ঈদ মোবারক!

ঈদের দিনে প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মিম দুইজন গৃহকর্মী ও একজন গাড়িচালকের জন্য গতবছরও একটি ছাগল কোরবানি দিয়েছিলেন। তার বাড়ির এই তিন বিশ্বস্ত সহযোগী গত ১১ বছর ধরে কাজ করছেন বলে জানা গেছে।