লাইফস্টাইল ডেস্ক : আদার অনেক গুণ। অনেকেই বলেন আদা মেদ কমাতে সাহায্য করে। কিন্তু তার সঙ্গে আর দু’টি জিনিস মিশলে কম সময়ে ঝরে মেদ। মেদ ঝরানোর নানা ধরনের উপায় খোঁজার চেষ্টা করেন অনেকে। কেউ বলেন না খেয়ে থাকতে। কেউ বলেন ব্যায়াম করতে। কেউ আবার বিশেষ কিছু জিনিস খেতে বলেন।
মেদ ঝরানোর জন্য যে সব জিনিস খেতে বলা হয়, তার মধ্যেই পড়ে আদা। আদা খেলে নানা ধরনের উপকার মেলে। কিন্তু আদার সঙ্গে কী মিশিয়ে খেলে সবচেয়ে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়?
রোজ সকালে আদা খেলে এমনিতেই কয়েক দিনে ফল পেতে শুরু করবেন। কিন্তু আদা দিয়ে বানিয়ে নিতে পারেন একটি পানীয়। তা এক মাসেই বোঝাবে কত দ্রুত মেদ ঝরতে পারে।
রোজ সকালে কি চা খাওয়ার অভ্যাস আছে? সাধারণ চা না খেয়ে সেই চায়ে একটু বদল আনুন। জল ফুটিয়ে নিন ভাল করে। ফোটানোর সময়ে তাতে কয়েক টুকরো আদা দিয়ে দিন। তার মধ্যে কিছু ক্ষণ চা পাতা ভিজিয়ে রাখুন। এ বার কাপে ঢেলে অর্ধেক পাতি লেবুর রস আর কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। তরতর করে ঝরবে মেদ। ফল পাবেন এক মাসেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।