বিনোদন ডেস্ক : শাহরুখ খানের পর এই প্রথম আর এক বলি তারকার নামের পাশে অনুরাগীরা ‘কিং’ বিশেষণ বসাচ্ছেন। আন্দাজ করতে পারছেন নামটা? বলিউডের সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয়তা সম্পর্কে যত বলা যায়, কমই বলা হবে।
তাঁর অনুরাগীরা তাঁকে নানা নামে ডাকেন। বহু সংখ্য অনুরাগী একদিকে যেমন তাঁকে বলিউডের ‘বাদশা’ নামে ডাকেন তো, বহু অনুরাগী ‘কিং খান’ নামে ডাকেন। অনেকেই আবার ‘বলিউডের কিং’ নামেও ডাকেন তাঁকে।
প্রথম ছবি থেকে আজ পর্যন্ত শাহরুখ খানের জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাঁকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। ‘জিরো’ ছবির পর বেশ লম্বা বিরতি নিয়েছেন তিনি। যদিও আগামী বছর একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। কিন্তু তাঁকে পর্দায় দেখা যাক আর না যাক, তাতে তাঁর জনপ্রিয়তায় এক চিলতেও প্রভাব পড়ে না। সম্প্রতি বলিউডেরই আর এক তারকাকে ‘কিং’ বলে সম্বোধন করছেন অনুরাগী থেকে দর্শকেরা। শাহরুখ খানের পর এই প্রথম আর এক বলি তারকার নামের পাশে অনুরাগীরা ‘কিং’বিশেষণ বসাচ্ছেন। আন্দাজ করতে পারছেন নামটা?
শাহরুখ খানের পর বি টাউনের নতুন ‘কিং’- বলিউডে কোনও গডফাদার নেই। নেই কোনও বাবা-কাকা। বলিউডের একেবারে বাইরের পরিবার থেকে উঠে এসে বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। সলমন খান থেকে বলিউডের অনেক তাবড় তারকা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তিনি আর কেউ নন। কার্তিক আরিয়ান। সদ্যই মুক্তি পেয়েছে কার্তিকের ছবি ‘ভুলভুলাইয়া টু’।
ইতিমধ্যেই সেটি ১৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। এখন ২০০ কোটির ক্লাবে প্রবেশের জন্য দৌড় দিয়েছে। শুধু ‘ভুলভুলাইয়া টু’ নয়, তাঁর অভিনীত বহু ছবি বক্স অফিসে যেমন দুর্দান্ত ব্যবসা করেছে, তেমনই তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছেও। সেই কার্তিক আরিয়ানকেই অনুরাগীরা সম্প্রতি বলিউডের ‘কিং’ নামে সম্বোধন করছেন শাহরুখ খানের পর।
বলিউডের ‘কিং’ সম্বোধনে কী মত কার্তিক আরিয়ানের? যদিও অনুরাগীরা তাঁকে বলিউডের ‘কিং’ নামে ডাকলেও কার্তিক আরিয়ান নিজে মোটেই এমনটা মনে করছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন তাঁকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন, ‘আমার মনে হয় না আমি ‘কিং’ সম্বোধনটা গ্রহণ করতে পারব বলে। আমাকে এখনও অনেক পথ চলতে হবে। এখনই সময় আসেনি এটা বলার। এখন তো সবে অল্প রাস্তা হেঁটেছি। তবে, যদি বলতেই হয়, আমি ‘প্রিন্স’ নামটা নিতে চাইব। মজা করে বললাম। আমি অত্যন্ত খুশি যে প্রথম ছবি থেকেই দর্শক আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন। ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘পেয়ার কা পঞ্চনামা’ আর বর্তমানে ‘ভুলভুলাইয়া টু’।
সবকটা ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ব্যস, আমি যেন দর্শকদের বিনোদন দিতে পারি, এটাই চাই।’ প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে কার্তিক আরিয়ানের একাধিক ছবি। ‘ফ্রেডি’, ‘শেহজাদা’, ‘ক্য়াপ্টেন ইন্ডিয়া’ এবং আরও বেশ কিছু ছবি রয়েছে আগামীতে তাঁর ঝুলিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।