জুমবাংলা ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর হবিগঞ্জের মাধবপুরে প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় হবিগঞ্জ জামায়াতের আমীর হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনের জামায়াতের প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমানের নাম ঘোষণা করেন।
মাধবপুর জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আলা উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
কর্মীসভায় ১১ ইউনিয়ন থেকে জামায়াতের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।