রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা থেকে শত ব্যাগ রক্ত ঢাকা বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে রক্তগুলো নিয়ে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স কুমিল্লা ত্যাগ করে। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে।
এর আগে সোমবার বিকেলে থেকে রক্ত সংগ্রহ শুরু করা হয়। রক্ত সংগ্রহের উদ্যোগ নেন কুমিল্লার সাংবাদিক আবুল কাশেম হৃদয়। তার আহ্বানে সাড়া দিয়ে তাতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
তাদের ডাকে ছুটে আসেন শতাধিক রক্তদাতা। কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকায় সিটি ব্লাড ব্যাংকে এসে রক্তদাতারা রক্ত দান করে যান। নেগেটিভ রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
রক্ত সংগ্রহের উদ্যোক্তা দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয় বলেন, বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর আহত হওয়ার খবর দেখে ঠিক থাকতে পারছিলাম না। তখন মনে হচ্ছিল তাদের জন্য কিছু করি। তাৎক্ষণিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাইকে ফোন করি।
তিনিও তাতে সাড়া দেন। পরে সিটি ব্লাড ব্যাংকে রেড ক্রিসেন্টের তত্বাবধানে আইস ব্যাগে রক্ত দিতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা। রক্তের ব্যাগগুলো ঢাকায় পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি যখন ছোট বাচ্চাদের ছবি দেখেছি। স্থির থাকতে পারিনি। তাই আমরা চেষ্টা করেছি ছোট এসব বাচ্চাদের জন্য কিছু করার। আমরা দোয়া করি যারা আহত আছে তাদের জন্য স্রষ্টা সুস্থ করে দেন। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।