গান শোনার জন্য ইয়ারফোন, হেডফোন বা ইয়ারবাড ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অংশ। তবে ফ্যাশন সচেতন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাজারে নতুন ধরনের অডিও ডিভাইস আনতে যাচ্ছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে তাদের নতুন রিয়েলমি বাডস ক্লিপ। এই বাড ক্লিপটি পাওয়া যাবে টাইটানিয়াম ব্ল্যাক ও টাইটানিয়াম গোল্ড—দুটি আকর্ষণীয় রঙে।

রিয়েলমির দাবি, এই নতুন বাডস ক্লিপ উন্নত কল কোয়ালিটি, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী টেকসই নকশা নিশ্চিত করবে। এতে রয়েছে ওপেন-ইয়ার ডিজাইন, যা কানের ভেতর সম্পূর্ণ ঢুকে যায় না। ফলে দীর্ঘ সময় ব্যবহারেও কানে চাপ কম পড়ে এবং আশপাশের শব্দ সম্পর্কে সচেতন থাকা যায়।
রিয়েলমির গ্লোবাল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র ৫.৩ গ্রাম। এতে ব্যবহৃত হয়েছে টাইটানিয়াম-ফিট কানের নকশা এবং ম্যাট ফিনিশ, যা ঘাম ও তেল প্রতিরোধে কার্যকর। হালকা ও আরামদায়ক ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারেও স্বাচ্ছন্দ্য দেবে বলে দাবি করা হচ্ছে।
অডিও পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি বাডস ক্লিপে থাকছে ১১ মিমি ডুয়াল-ম্যাগনেট লার্জ-অ্যাম্পলিটিউড ডায়নামিক স্পিকার। এতে যুক্ত রয়েছে কোম্পানির নিজস্ব বেস এনহ্যান্সমেন্ট সিস্টেম ও নেক্সটবেস অ্যালগরিদম, যা ভোকালের স্বচ্ছতা বজায় রেখে শক্তিশালী বেস প্রদান করবে। পাশাপাশি থ্রিডি স্পেশিয়াল অডিও সাপোর্ট এবং অডিও লিকেজ কমানোর জন্য দিকনির্দেশনামূলক সাউন্ড প্রযুক্তিও থাকছে।
কলের মান উন্নত করতে প্রতিটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ডুয়াল মাইক্রোফোন। এর সঙ্গে রয়েছে এআই-চালিত পরিবেশগত শব্দ বাতিলকরণ প্রযুক্তি এবং বাতাসের শব্দ কমানোর বিশেষ ফিচার। কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ৫.৪, এসবিসি ও এএসি কোডেক সাপোর্ট, ডুয়াল-ডিভাইস কানেকশন এবং মাত্র ৪৫ মিলিসেকেন্ড পর্যন্ত লো-ল্যাটেন্সি মোড।
ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও বাডস ক্লিপটি বেশ শক্তিশালী। একবার চার্জে ইয়ারবাডগুলো টানা সাত ঘণ্টা পর্যন্ত চলবে এবং চার্জিং কেসসহ সর্বোচ্চ ৩৬ ঘণ্টা প্লেব্যাক সময় দেবে। ধুলা ও পানির ক্ষতি থেকে সুরক্ষার জন্য এতে IP55 রেটিং রয়েছে। চার্জিংয়ের জন্য থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট।
রিয়েলমি বাডস ক্লিপের দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে খুব শিগগিরই বাজারে আসবে এই নতুন বাড ক্লিপ—এমনটাই জানিয়েছে কোম্পানি।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


