এক জালেই ধরা পড়ল ৯ লাখ টাকার মাছ

৯ লাখ টাকার মাছ

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে এক জেলের জালে দুই দিনে ৯ লাখ টাকার ছোট-বড় বিভিন্ন রকমের মাছ ধরা পড়েছে। শাহপরীরদ্বীপ সমুদ্র সৈকত এলাকায় শনিবার দুপুর ২ টার দিকে পাঁচ লাখ টাকার ও গতকাল বিকালে চার লাখ টাকার মাছ ধরা পড়ে। এসব মাছ দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করেন।

৯ লাখ টাকার মাছ

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার মোহাম্মদ কলিম উল্লাহর জালে এই মাছ ধরা পড়েছে। তার পরিবারে এখন খুশির জোয়ার বইছে।

সরেজমিনে দেখা যায়, জেলেদের জালে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় ৩০০ মণ মাছ ধরা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকির মহালে।

শাহপরীরদ্বীপ এলাকার জেলে মোহাম্মদ কলিম উল্লাহ জানান, শনিবার ও গতকাল শুক্রবার একটানে তার জালে ৯ লাখ টাকার মাছ উঠেছে। গত বছর এই সময়েও ৬ লাখ টাকার মাছ পেয়েছিলেন। অন্যান্য বছরের চেয়ে এ বছর জালে প্রচুর মাছ ধরা পড়ছে। কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেরা খুব খুশি।

১ মিনিটে পানির ট্যাংক পরিষ্কারের দুর্দান্ত উপায়

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ২০১৯ সাল থেকে (৬৫ দিন) মাছ ধরা ও বিপননে নিষেধাজ্ঞা জারি করে সরকার। মাছ ধরা বন্ধ থাকার কারণে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ উপকূলের জেলেদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রির টাকায় জেলেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। অবশ্যই এটা আনন্দের সংবাদ।