জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দেন বৈশাখী রায় (২৩) নামে এক মা। তবে, একদিন যেতে না যেতেই শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টায় দু’জন ও রাত ৪টার দিকে বাকি দু’জন মারা যান। পরে জেলা শহরের অম্বিকাপুর শ্মশানঘাটে ওই চার ছেলে সন্তানকে একই সঙ্গে সমাহিত করা হয়।
রোববার (১৪ জানুয়ারি) সকালে শিশুদের বাবা রাজন বিশ্বাস মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেন ওই মা।
বৈশাখী রায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা মদন রায়ের মেয়ে ও রাজবাড়ীর রাজন বিশ্বাসের স্ত্রী। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।
২০১৯ সালে বৈশাখীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পাশের রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার বাসিন্দা ভোলানাথ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাসের (২৬) সঙ্গে। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি ব্যবসায়ী। রাজন-বৈশাখী দম্পতির এবারই প্রথম সন্তান হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।