বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত আসন্ন সিনেমা ‘সারফিরা’। যেটি হতে যাচ্ছে তার ফিল্ম ক্যারিয়ারের ১৫০ তম সিনেমা! সেই সিনেমাকেই এবার নিজের ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা দিলেন অভিনেতা নিজেই।
ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অক্ষয়ের আসন্ন সিনেমা ‘সারফিরা’। যেটি কিনা চলতি বছরে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয়েছে। তারই প্রচারণায় কদিন থেকেই দিল্লি, পুনেসহ বেশ কিছু শহরে গিয়েছেন অক্ষয়। সেখানে গিয়েই নিজের আসন্ন সিনেমা সম্পর্কে মুখ খুলেন তিনি।
অক্ষয় জানান, এটি আমার ক্যারিয়ারে ১৫০ তম ছবি এবং আমি সত্যিই বিশ্বাস করি যে এটি এখন পর্যন্ত আমার সেরা কাজ৷ আমি পরিচালক সুধার প্রতি কৃতজ্ঞ আমাকে এই প্রকল্পে যুক্ত করার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য।
২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় সুরারাই পোট্রুর নামের একটি ছবি করেন, সেটির অফিসিয়াল রিমেক ‘সারফিরা’। জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি অবলম্বনে নির্মিত এই ছবি। অক্ষয়কে ছবিতে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
আগামী ১২ জুলাই মুক্তি পাবে এই ছবি। ছবিতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।- বলিউড লাইফ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।