জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি সন্দেহে আটক কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনার পর নিরাপত্তা দিতে রাতভর টুঙ্গিপাড়া থানা ঘিরে রাখে সেনাবাহিনী।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা সাঁজোয়া যান নিয়ে থানার সামনে অবস্থান করেন বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম।
তিনি আরো বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এর আগে রবিবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে হামলার ঘটনা ঘটে।
হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হন। হামলাকারী স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ। পরে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ওই কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানি সাফায়েত গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটক করে ভাঙচুর চালায় নেতাকর্মীরা।
এ ছাড়া পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে হামলা চালায় স্থানীয়রা। খবর পেয়ে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তারাও নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন।
ঘটনার পর থেকে ওই এলাকার নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান নেয় সেনাবাহিনী। এ ছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
ওসি খোরশেদ আলম বলেন, থানাসহ পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান নেয়।
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।
পুলিশের ওপর হামলার ঘটনায় আসামি ৫২১ জন
টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থানার এসআই রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ওসি খোরশেদ আলম।
মামলায় ১৭১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৩৫০ জনকে আসামি করা হয়েছে। আটক সাফায়েত গাজী (৩৫) স্থানীয় মুদি ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি খোরশেদ আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।