আন্তর্জাতিক ডেস্ক : ডাবর কোম্পানির বেশ কিছু পণ্য ওভারিয়ান, ইউটেরিয়ান ও অন্যকিছু ক্যান্সারের জন্য দায়ি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু ভোক্তা। তারা এ বিষয়ে ভোক্তা অধিকার আদালতে মামলা দায়ের করেছে। সূত্র: এনডিটিভি
এই পর্যন্ত ডাবর ছাড়াও একই অভিযোগে ডার্মোভিটা স্কিন, নমস্তে ল্যাবরেটরির বিরুদ্ধে ৪ হাজার ৫০০ মামলা দায়ের হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি আদালত এ বিষয়ে বলেন, অভিযোগগুলো এখনো প্রাথমিক তদন্তে রয়েছে। কারণ অভিযোগের স্বপক্ষে এখনো তেমন জোরালো কোনো প্রমাণ দেখাতে পারেনি অভিযোগকারীরা।
উল্লেখ্য, বাংলাদেশে ডাবরের পণ্য বাজারজাত করে এশিয়ান কনজুমার কোম্পানি। তাদের মধু, চুলের তেল, শ্যাম্পু, জুস, পেস্ট বাংলাদেশে বেশ জনপ্রিয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।