জুমবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, আমার ভোট আমি দিয়েছি। ভোটার উপস্থিতি কম না বেশি তা আমি জানি না।
রাজধানীর ঢাকা-৮ আসনে হাবিবুল্লহ বাহার ইউনিভার্সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন সিইসি।
ভোটার উপস্থিতি কম নিয়ে প্রশ্ন করলে সিইসি বলেন, ভোটার উপস্থিত করা আমার কাজ না। আমরা ভোটের আয়োজন করেছি।
সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ভোটের শৃঙ্খলা দেখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটার আসবে কি আসবে না তা ভোটারের ব্যাপার।
উল্লেখ্য, আজ দেশের ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।