বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল নিয়ে আসছে তাদের ম্যাজিক পেনসিল। এমনকি এটাই হতে যাচ্ছে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে কম দামি ডিভাইস। এই প্রথম অ্যাপ পেনসিল আনতে যাচ্ছে আইফোন নির্মাতা সংস্থা অ্যাপল।
অ্যাপ পেনসিলটি আসলে একটি ডিজিটাল স্টাইলাস। আইপ্যাড ব্যবহারকারীদের জন্য তা গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে আসছে। পিকচার পারফেক্ট স্পষ্টতা, লো ল্যাটেন্সি, টিল্ট সেন্সিটিভিটির মতো জরুরি বৈশিষ্ট্যগুলো রয়েছে এই অ্যাপল পেনসিলে। নোট নেওয়া, স্কেচ করা থেকে শুরু করে একাধিক কাজে লাগবে এই পেনসিল।
স্লিক ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে পেনসিলটিতে। রয়েছে ফ্ল্যাট সাইড, যা আপনার আইপ্যাডের সঙ্গে খুব ভালো করে অ্যাটাচ করতে সাহায্য করে পেনসিলটিকে। ফার্স্ট ও সেকেন্ড জেনারেশনের অ্যাপল পেনসিলগুলো যে সব ফিচার অফার করছিল, এতেও তা-ই থাকছে। সেই তালিকায় রয়েছে অ্যাডভান্সড পিক্সেল পারফেক্ট অ্যাকিওরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিভিটি। সঙ্গে আরও অতিরিক্ত কিছু ফিচারও যোগ করে দেওয়া হয়েছে।
এই নতুন ডিভাইসে পেয়ারিং ও চার্জিংও খুব সহজ করা হয়েছে। এটিতে দেওয়া হয়েছে ইউএসবি-সি পোর্ট, যার দ্বারা সব আইপ্যাড মডেলের সঙ্গেই পেনসিলটি কানেক্ট করা যেতে পারে। ফলে সব আইপ্যাড ব্যবহারকারীরাই এখন এই অ্যাপল পেনসিল ব্যবহার করতে পারবেন।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পেনসিলটি আইপ্যাড ১০ম জেনারেশন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ভালো অপশন হতে চলেছে। তার থেকেও বড় কথা হল, প্রায় সব আইপ্যাড মডেলের সঙ্গেই আপনি পেনসিলটি কানেক্ট করতে পারবেন। এ বছর নভেম্বরেই বাজারে আসছে পেনসিলটি। যার দাম থাকবে মাত্র ৭৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৭০০ টাকা।
সূত্র: দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।