মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা

messi

স্পোর্টস ডেস্ক : শঙ্কার মেঘ আগেই জমেছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। চোটের কারণে লিওনেল মেসির খেলা হবে না আর্জেন্টিনার হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ। গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। নাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ার দিন চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে।

messi

এরপর গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মিয়ামির ম্যাচে খেলতে পারেননি তিনি। এ নিয়ে মিয়ামি কোচ তাতা মার্তিনো জানান, ‘এপ্রিলের আগে মেসির ফেরার সম্ভাবনা কম।’

সেই শঙ্কাটাই সত্যি হলো। চলতি মাসে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচে মেসিকে না পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানাল এফএ, ‘ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির জন্য আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি খেলবেন না এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে।’ অবশ্য এই চোটকে ‘মাইনর’ বলেই আখ্যা দিয়েছে এফএ। এদিকে ম্যাচ দুটি যুক্তরাষ্ট্রে হওয়াতে খেলতে না পারলেও দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছে মেসির।

নারীদের খেলায় ‘ট্রান্সজেন্ডার’ খেলোয়াড় নিষিদ্ধের আহ্বান যুক্তরাজ্যের

চোটের কারণে এরই মধ্যে আর্জেন্টাইন দল থেকে ছিটকে গেছেন পাউলো দিবালা, এজাকুয়েল পেলাসিয়োস ও মার্কোস সেনেসি। তাদের সঙ্গে মেসি খেলতে না পারায়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য দল সাজানোটা চ্যালেঞ্জের এখন।