স্পোর্টস ডেস্ক : ফরাসি ক্লাব লিলের বিপক্ষে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে আলো কেড়ে নিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে অ্যাস্টন ভিলাকে টুর্নামেন্টের সেমিফাইনালে তুলেছেন আর্জেন্টাইন গোলকিপার।
মার্তিনেসের বীরত্ব ছাপিয়ে আলোচনায় ছিল সে ম্যাচের হলুদ কার্ড। শেষ আটের ফিরতি লেগের ম্যাচটিতে দুবার হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়তে হয়নি মার্তিনেসকে। লিল আবেদন জানালেও উয়েফার নিয়মেই বেঁচে যান তিনি।
তবে একেবারেই পার পেয়ে যাচ্ছেন না মার্তিনেস। দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন গোলকিপার। আগামী ২ মে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে অ্যাস্টন ভিলা। নিষেধাজ্ঞার কারণে সে ম্যাচটিতে খেলা হবে না মার্তিনেসের।
কনফারেন্স লিগের শেষ আটের প্রথম লেগেও একটি হলুদ কার্ড দেখেছিলেন মার্তিনেস। ফিরতি লেগে ম্যাচ চলাকালীন ৩৯ মিনিটে ইচ্ছেকৃত সময়ক্ষেপণ করায় হলুদ কার্ড দেখেন। এরপর টাইব্রেকারের সময় প্রথম শট ঠেকানোর পর ফরাসি ক্লাবটির সমর্থকদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন তিনি। যা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। ম্যাচে দ্বিতীয় হলুদ দেখেন তিনি।
একই ম্যাচে দুবার হলুদ কার্ড দেখলেও সেটি লাল কার্ডে পরিণত হয়নি। কারণ উয়েফার নিয়ম বলছে, ম্যাচের নির্ধারিত সময়ের কার্ড ও টাইব্রেকারের কার্ডের হিসেব আলাদা হয়। তবে সেটি আবার সামগ্রিক কার্ড হিসেবে দেখানো হয়। দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় উয়েফার নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ অ্যাস্টন ভিলার গোলকিপার।
সাম্প্রতিক সময়ে টাইব্রেকারের জন্য বিখ্যাত হয়ে উঠেছেন মার্তিনেস। কাতার বিশ্বকাপের ফাইনালে স্নায়ুচাপের পরীক্ষায় ফ্রান্সকে হারানোর কৃতিত্ব অনেকাংশে মার্তিনেসের। ক্লাব ও দেশের হয়ে সর্বশেষ পাঁচটি টাইব্রেকারের সবগুলোতে দলকে জয় এনে দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।