মোঃ সোহাগ হাওলাদার : ছাত্রজনতা হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মামলার আসামি ও ঢাকা জেলা উত্তর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলীকে (৪৭) হরতাল চলাকালীন সময়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র-জনতার হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
সোমবার ( ২১ই জুলাই) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম সুমন গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হযরত আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা বাসুরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় বসবাস করেন। সে ঢাকা জেলা উত্তর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক। আশুলিয়া থানায় মামলা ২৬ এর ৪১ নং আসামী।
পুলিশ জানান, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। সে আওয়ামীলীগের ডাকা হরতালে কর্মসূচী পালনের উদ্দেশ্যে আশুলিয়ায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক ( অপারেশন) সাইফুল ইসলাম সুমন বলেন,গতকাল সারাদেশে আওয়ামী লীগের ডাকা হরতাল চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায়। এই সুযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়। হযরত আলীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel