মোঃ সোহাগ হাওলাদার : শিল্পাঞ্চল আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নিলুফা আক্তারের মালিকানাধীন একটি আধাপাকা ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনে ভবনটির চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কক্ষগুলো পুড়ে ছাই হয়ে যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে যা বললেন তামিম
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


