মোঃ সোহাগ হাওলাদার, আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ায় নলাম এলাকায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি করার অভিযোগে রফিকুল ইসলাম মন্টু নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া সার্কেল সাদিয়া আক্তার এ ভ্রাম্যমান আদালত পরিচালিনা করেন। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, সাম্প্রতিক এই এলাকাগুলোতে বালু ও মাটি অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রির ঘটনা বেড়ে গেছে, যা পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত তদারকি চলবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু ও মাটি উত্তোলন, পরিবহন বা ব্যবস্থাপনার ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে জরিমানা বা অন্যান্য শাস্তি পাবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।
এই আইনের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।
এসময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।