মো: সোহাগ হাওলাদার, আশুলিয়া : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা সহ দুইজন কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়ার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়ার মোড় এলাকার সাহাজ উদ্দিন খানের ছেলে মোঃ সবুজ খান(২৬) ও একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা(২৫)। এদের মধ্যে সেলিম রেজা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সবুজ উদ্দিন খান আশুলিয়া থানা যুবলীগের কর্মী বলে জানা যায়।
পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যার দিকে আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে একজনের নামে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত আসামিদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে। আগামিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।