ভারতের ওড়িশা রাজ্যে এক নবদম্পতিকে দিয়ে গরুর বদলে হাল চাষ করানোর একটি অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজ্যের রায়গড়া জেলার কাঞ্জামাঝিরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দুই যুবক-যুবতী দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এবং সম্প্রতি তাঁরা বিয়ে করেন। কিন্তু তাঁদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকায় বিষয়টি মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। জানা যায়, নববধূর স্বামী তাঁর দূরসম্পর্কের জেঠাতো ভাই। এই সম্পর্ককে ‘পাপ’ আখ্যা দিয়ে নবদম্পতির ওপর শুরু হয় অমানবিক অত্যাচার।
হালের বলদের জায়গায় মানুষ!
একটি ধানক্ষেতে ওই নবদম্পতিকে দিয়ে গরুর মতো জোয়াল টানিয়ে হাল চাষ করানো হয়। হালের সময় যেমন গরু বা বলদকে লাঠি দিয়ে হাটানো হয়, সেভাবেই পেছনে কয়েকজন ব্যক্তি তাঁদের ছড়ি দিয়ে তাড়িয়ে মারছিলেন। আশপাশে দাঁড়িয়ে থাকা অনেকে এই দৃশ্য দেখে করতালি ও হর্ষধ্বনিতে মেতে ওঠেন।
মন্দিরে নিয়ে ‘শুদ্ধিকরণ’
হাল চাষ করানোর পর তাঁদের একটি স্থানীয় মন্দিরে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের দাবি, এই বিয়ের মাধ্যমে নবদম্পতি সামাজিক নিয়ম ভেঙেছেন। তাই তাঁদের ‘পাপমোচন’ করতে হবে। স্থানীয় মন্দিরে তাঁদের ‘শুদ্ধিকরণ’ করা হয়েছে বলেও জানা গেছে।
প্রশাসনের হস্তক্ষেপ
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরে রায়গড়া জেলার পুলিশ সুপার এস স্বাতী কুমার জানান, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা করেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠানো হয়েছে এবং যাঁরা এই ঘটনার পেছনে রয়েছেন, তাঁদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.