জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বানভাসিদের দুর্ভোগ কমেনি। খবর ইউএনবি’র। মঙ্গলবার সকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার ও ধরলার পানি কুড়িগ্রাম ব্রিজ পয়েন্টে ১৪ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার ৫৬টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন। বিভিন্ন উঁচু স্থানে ও রাস্তায় আশ্রিতরা বাড়িতে ফিরতে শুরু করলেও এখনও তাদের বাসস্থান থাকার উপযোগী হয়নি। দফায় দফায় বন্যার কারণে গবাদি পশুর খাদ্য সংকট ও রোগ ব্যাধি নিয়ে বিপাকে পড়েছে…
Author: জুমবাংলা নিউজ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মন্ত্রণালয়ে তার নিজ কক্ষে প্রশাসক হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় মাননীয় মন্ত্রী বলেন, রাজনৈতিক নেতারা যেহেতু জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত তাই প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে মোঃ তাজুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কিন্তু করোনা ভাইরাসের কারণে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। তাই আইন…
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার মঙ্গলবার অবধি ভারী বর্ষণ অব্যাহত থাকায় অন্তত: ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১৩ জন নিখোঁজ রয়েছে। সেন্টার ডিজাস্টার এন্ড সেফটি কাউন্টারমেজার হেডকোয়ার্টার এ কথা জানায়। খবর সিনহুয়ার। দেশটির রাজধানী সিউলসহ মধ্যাঞ্চলীয় অন্যান্য মেট্র্র্র্রোপলিটন অঞ্চলে গত ১ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে ভারী বর্ষণ শুরু হয়। ৪ দিনব্যাপী বর্ষণ অব্যাহত রয়েছে। উত্তর চুংচিয়াং প্রদেশের ৫৫৫ জনসহ, সিউলের আশেপাশে জিয়ংগি প্রদেশের ৩৯১, গ্যাংওয়ান প্রদেশের ৭০ জন এবং সিউলে নয়জন সহ ৬২৯টি পরিবারের মোট ১ হাজার ২৫ জন লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। প্রায় ৫ হাজার ৭৫১ হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে।…
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনায় তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)। তাদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে। স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)। তিনি আরও জানান, তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের…
জুমবাংলা ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, চলমান করোনা মহামারী ও বন্যা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের যে ক্ষতি হয়েছে তা যেকোন মূল্যে পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকে এই ক্ষতি পুষিয়ে নিতে ব্যবস্থা নেয়ায় কোনো ঘাটতি নেই। মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদুল আযহা পরবর্তী মতবিনিময়কালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সুবোল বোস মনি ও শ্যামল চন্দ্র কর্মকারসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে যাতে কোন…
জুমবাংলা ডেস্ক: মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাটাজোড় প্রাইমারি স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনপল সরকার (৩২) বাটাজোড় গ্রামের বিমল সরকারের ছেলে। তিনি বাটাজোড় খেয়াঘাট বাজারের ফল ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাগুরা থেকে নড়াইলগামী একটি বাস জনপল সরকাররে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই জনপলের মৃত্যু হয়। শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তোফা জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের বড় ভাইয়ের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়েছে।
শেখ দিদারুল আলম, ইউএনবি: খুলনার ট্যানারিতে প্রচুর চামড়া মজুত পড়ে আছে। বিক্রি না হওয়ায় বকেয়া পাচ্ছেন না মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা। ফলে করোনার প্রভাবে অর্থ সংকটে থাকা ব্যবসায়ীদের নতুন করে আর চামড়া কিনতে আগ্রহ নেই। আর এ কারণে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না। গত বছরের চেয়ে এবার চামড়ার দাম আরও কমেছে। আগের বছর যে চামড়া ৩০০ টাকায় বিক্রি হয়েছে সে চামড়ায় এবার ১০০ টাকা পাওয়া যাচ্ছে। চামড়ার প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়ছেন মৌসুমি ব্যবসায়ীরা। ফুলতলার সুপার ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফিরোজ ভূইয়া বলেন, ‘আমরা চেষ্টা করছি সরকারের ঘোষণা অনুযায়ী খুলনা বিভাগের কোনো চামড়া যাতে নষ্ট না হয়। চামড়ার যথাযথ…
জুমবাংলা ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বন্যায় কৃষকের ক্ষতি পুষিয়ে কর্মকর্তাদের অতিদ্রুত বন্যাপ্লাবিত এলাকা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও মনিটরিং-এর নির্দেশ দিয়েছেন। কৃষিমন্ত্রী আজ মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদুল আযহা পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে এক অনলাইন সভায় এই নির্দেশ দেন। সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা চরম অনিশ্চয়তায় আছে। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে। সেজন্য, বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বেগবান, তদারকি ও সমন্বয়ের জন্য ইতোমধ্যে ১৪টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির পাশাপাশি…
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য চীনের হুবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আজ সকাল নাগাদ ছয় জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার আকশ্মিক এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর সিনহুয়া’র। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন, তবে আহতদের জীবন হানির আশঙ্কা নেই। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে জিয়ানতাও শহরের জৈব সিলিকন সংস্থার একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। সোমবার, শহরের প্রচার বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থা সকাল ৭ টায় আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনার পর প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ রেখেছে। এ ঘটনার তদন্ত চলছে।
জুমবাংলা ডেস্ক: সাম্প্রতিক অতিবর্ষণের কারণে সৃষ্ট বন্যায় দেশের ৩৩ টি জেলায় ক্ষতিগ্রন্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এ পর্যন্ত ১৬ হাজার ২১০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আর বন্যার্তদের মাঝে এ পর্যন্ত ৯ হাজার ৪৪১ টন চাল বিতরণ করা হয়েছে। আজ এক তথ্যবিবরণীতে এতথ্য জানানো হয়েছে। বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। আর এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা…
আন্তর্জাতিক ডেস্ক: অপরাধী কর্মকাণ্ডের জন্য সারা দুনিয়ায় কুখ্যাত মেক্সিকোর ড্রাগ গ্যাং সান্তা রোজা দ্য লিমা৷ মেক্সিকোর গুয়ানাখুয়াতো রাজ্যের ত্রাস ছিল এই বাহিনী আর তার প্রধান৷ খবর ডয়চে ভেলে’র। পুরো নাম হোসে আন্তনিও ইয়েপেজ অর্তিস হলেও অপরাধ জগতে পরিচিত এক নামে, ‘এল মারো’৷ যার বাংলা করলে দাঁড়ায় ‘মুগুর’৷ দেখতে ছোটখাট হলেও গোটা মেক্সিকোতে ত্রাস ছড়ায় তার নামে, বিশেষ করে গুয়ানাখুয়াতো রাজ্যে৷ সান্তা রোজা দ্য লিমা নামের একটি দুর্ধর্ষ অপরাধী গ্যাংয়ের প্রধান এই এল মারো৷ দলটি মূলত গুয়ানাখুয়াতোর সরকারি পাইপলাইন আর শোধনাগার থেকে জ্বালানি তেল চুরির জন্য কুখ্যাত ছিল৷ কিন্তু দিনকে দিন ক্ষমতাধর হয়ে ওঠে তারা৷ শুরু হয় অন্য গ্যাংগুলোর সঙ্গে আধিপত্য…
জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আগামীকাল। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন শেখ কামাল। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকাল ৯ টায় ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ১০ টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। পরে অনুষ্ঠিত হবে কোরানখানি, মিলাদ ও দোয়া…
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, দেশের কিছু কিছু এলাকার নদী-বন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেতদেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া,খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম. কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ / দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি:মি: বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসাথে বৃষ্টি / বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী-বন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেতদেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি:মি: বেগে অস্থায়ীভাবে দমকা…
আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনা ছিলই। এ বার যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো সিরিয়া-ইসরায়েল সীমান্তে। সিরিয়ায় এয়ারস্ট্রাইক করল ইসরায়েল। খবর ডয়চে ভেলে’র। কার্যত যুদ্ধের চেহারা নিয়েছে সিরিয়া-লেবানন-ইসরায়েল সীমান্ত। সোমবার সিরিয়ার বেশ কিছু সেনা কাঠামো লক্ষ্য করে একের পর এক বিমানহানা চালায় ইসরায়েল। হেলিকপ্টার থেকেও আক্রমণ চালানো হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমের দাবি। ইসরায়েল সরকারি ভাবে বিমানহানার কথা স্বীকার করেছে। অন্য দিকে সিরিয়ার সরকারি গণমাধ্যম সানা জানিয়েছে, ইসরায়েলের বিমান সিরিয়ার সীমান্তে ঢোকার পরেই অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ব্যবহার করেছে সিরিয়ার সৈন্য। রাজধানী দামাস্কাসের কাছে সেনা ছাউনিতে আক্রমণের কথাও তারা জানিয়েছে। তবে সাধারণ মানুষের মৃত্যুর খবর মেলেনি। উত্তেজনা শুরু হয়েছিল জুলাই মাসেই। সিরিয়া অভিযোগ করেছিল তাদের উপর…
আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ায় স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্পেনের রাজপ্রাসাদ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি বাংলা’র। ৮২ বছর বয়সী মি. কার্লোস দেশ ছেড়ে যাবার সিদ্ধান্তটি এক চিঠির মাধ্যমে তার ছেলে ফিলিপেকে জানিয়েছেন। ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন মি. কার্লোস। তবে সাবেক এই রাজা জানিয়েছেন, তদন্তের জন্য যদি তার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সাথে যোগাযোগ করা যাবে। সৌদি আরবে একটি দ্রুত গতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে হুয়ান কার্লোস-এর বিরুদ্ধে জন্য জুন মাসে দুর্নীতি অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট। সাবেক এই রাজা…
আন্তর্জাতিক ডেস্ক: ‘ইসাইয়াস’ সোমবার পুনরায় হারিকেনের শক্তি সঞ্চয় করে প্রাণ সংহারি ঝড়ে রূপ নিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূল অতিক্রম করে উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার দিকে ধেয়ে যাচ্ছে। ক্যাটাগরি ঝড় ১ এ রূপ নেয়া ইসাইয়াস সোমবার সন্ধ্যায় দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটনের ১শ’ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের পূর্বাভাষে বলা হয়েছে, সোমবার রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে যাচ্ছে। এসময়ে প্রচন্ড গতির বাতাস এবং প্রবল ঢেউ উপক’লে আছড়ে পড়তে পারে। কেন্দ্র আরো জানিয়েছে, এটি সম্ভবত উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার মধ্যবর্তী সীমান্তের নিকটবর্তী স্থানে আঘাত হানতে পারে। এ সময়ে স্থলভাগে তিন থেকে পাঁচ ফুট…
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ছামিউল ইসলাম উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে। এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, সোমবার রাতে বাড়ির পাশে সেচ পাম্পের তার খুলতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছামিউল মারা যান।
জুমবাংলা ডেস্ক: কুুমিল্লা জেলার লালমাই পাহাড়ে সবজি চাষ করে ভাগ্য পরিবর্তন করেছে স্থানীয় বাসিন্দারা। পাহাড়ি মাটির সবজি সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশি। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এদিকে চাষ বাড়াতে নানা উদ্যোগের কথা জানায় কৃষি অধিদপ্তর। লালমাই পাহাড়ের লাল মাটিতে স্বপ্ন বুনে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষকরা। বছর জুড়েই চিচিঙ্গা, ঢেড়স, লাউ, কচু, কচুমুখি, কলা, বরবটিসহ নানা রকম সবজি চাষ করছেন তারা। স্থানীয় কৃষক কুদ্দুস মিয়া বাসসকে বলেন, বর্ষাকালে জেলার অন্য স্থানে তেমন সবজি চাষ না হলেও ব্যতিক্রম পাহাড়ি এলাকা। বর্ষাজুড়েই সবজি আবাদ হয় লালমাই পাহাড়ে। আর পাহাড়ের মাটি উর্বর হওয়ায় ফলনও হয় ভালো। পাহাড়ের এসব…
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সোমবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৪৬ হাজার ৩২১ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৫৩২ জনের মৃত্যু হয়েছে। এ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ৪৭ লাখ ১১ হাজার ৩২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৫ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে। সোমবার দ্বিতীয় দিনের…
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। করোনাভাইরাসের কারণে এবার দেশের কোথাও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। খবর ইউএনবি’র। ইতোমধ্যে সিলেট নগরীর কয়েকটি জামে মসজিদের ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। হজরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদ ও কেন্দ্রীয় জামে মসজিদে (বন্দরবাজার জামে মসজিদ) পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। গাজী বুরহান উদ্দিন (র.)-এর মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় এ জামাতগুলো অনুষ্ঠিত হবে। নগরীর কোর্ট…
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতে জহিরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) উপজেলার তোড়িয়া ইউনিয়নের বড় দলমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব আল আজাদ জানান, জহিরুল আমন ধানের চারা রোপন করছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা ডেস্ক: ঈদের ছুটিসহ সরকারি যে কোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনা টেস্ট বন্ধ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়। এতে বলা হয়, ‘বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি, সরকারি যে কোনও ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে কোভিড-১৯ পরীক্ষার জন্য দেশের সব পিসিআর ল্যাবরেটরি কার্যক্রম (নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা) অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ সূত্র: বাসস
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বৃহস্পতিবার একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে জনাকীর্ণ দোকান-পাটের কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়। সরকারি কর্মকর্তা ও হাসপাতাল সূত্র একথা জানায়। খবর এএফপি’র। লগার প্রদেশের পুলি আলাম নগরীর একটি হাসপাতালের সিনিয়র চিকিৎসক সাদিকুল্লাহ এএফপি’কে বলেন, ‘১৭ জনের লাশ এবং আহত ২১ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তালেবান ও কাবুলের মধ্যে তিন দিনের অস্ত্রবিরতি শুরুর প্রাক্কালে এ বিস্ফোরণ ঘটানো হলো। লগার প্রদেশের গভর্নরের মুখপাত্র দিদার লওয়াং এএফপি’কে বলেন, ‘জনাকীর্ণ স্থানে এটি ছিল একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। সেখানে আমাদের জনগণ ঈদুল আযহার কেনাকাটা করছিল।’…
জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটিতে নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে এ তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫১ জনে। জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, নতুন শনাক্তদের মধ্যে রাঙ্গামাটি শহরের ২৪ জন, কাপ্তাই ও লংগদুর তিনজন করে এবং রাজস্থলী উপজেলার একজন রয়েছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫৫ জন। করোনায় মারা গেছেন ৯ জন। আইসোলেশনে আছেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১১ জন। কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ৩ হাজার ৫২৩। রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা.…