জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার জামালের দোকান এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মিলন (২৩) ও মীরসরাই সদর ইউনিয়নের উত্তর মান্দার বাড়িয়া গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে মো. আলাউদ্দিন (৬০)। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি মিনি পিকআপ মহাসড়কের জামালের দোকান এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি খাদে পড়ে গেলে…
Author: জুমবাংলা নিউজ ডেস্ক
গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ৩য় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষাটি অনিবার্য কারণে দুপুর ১টার পরিবর্তে প্রতিদিন দুপুর ২টায় শুরু হবে। এ পরীক্ষার প্রকাশিত সময়সূচির অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে। রবিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর পাংশায় শওকত আলী মন্ডল নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর ইউএনবি’র। নিহত শওকত আলী মন্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য, ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাগদুলী গ্রামের মৃত নজির আলী মন্ডলের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে শওকত আলী মন্ডল বাগদুলী বাজারের পল্লী চিকিৎসক ডা. অজয়ের ফার্মেসিতে বসে ছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত সেখানে এসে তাকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পাংশা হাসাপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ…
জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে পানিতে ডুবে ইরফান আলী (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র। মঙ্গলবার রাতে ক্যাম্পের পাশে লবণের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইফরান টেকনাফের নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আমান উল্লাহর ছেলে। টেকনাফ নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আবদুস সালাম জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে খেলছিল শিশুটি। এ সময় লবণের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইফরান। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বন্যপাখি ধরা ও পরিবহনের দায়ে দুজনকে এক বছরের কারাদণ্ড ও আরও দুজনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাপাসিয়া গ্রামের আজিজুল হক (৩৫) ও বগুড়ার দুপচাচিয়া উপজেলার পোওতা গ্রামের মোহাম্মদ রাজু (২৬)। এছাড়া তানভীর হোসেন নামে একজনকে ৫০ হাজার টাকা ও বাসেদ মৃধাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সোমবার রাতে সদর উপজেলার শিবিরের হাট এলাকায় একটি চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময়…
জুমবাংলা ডেস্ক: ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা নারী-পুরুষকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আটক করেছে পুলিশ। খবর ইউএনবি’র। লোহাগাড়ার পদুয়া থেকে ১৩ জন ও চরম্বা থেকে একজন রোহিঙ্গাকে সোমবার রাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- মিয়ানমার আকিয়াব মংডু এলাকার সৈয়দ ছালামের ছেলে জামাল হোসেন (৩০), হামিদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮), মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), রাসিডং এলাকার পীর মুহাম্মদের ছেলে বছির আহমদ (২৮), রশিদ আহমদ (১৭), মনির আহমদ (২৫), মোহাম্মদ ইসলামের ছেলে মুহিবুল্লাহ (২৫), মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে মুহাম্মদ আমিন (১৯), মোহাম্মদ কাশেমের ছেলে নুরুল আমিন (৩০), সৈয়দ আলমের ছেলে মুজিবুর রহমান (২৯), মৃত মকবুল আহমদের ছেলে মো.…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারের তিন উপ-পরিচালককে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি বর্হিভূতভাবে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২৯ মেট্রিক টন ধান বীজ চুরি করে পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আদেশ দেওয়া হয়। বরখাস্ত কর্মকর্তারা হলেন, দত্তনগর কৃষি খামারের গোকুলনগর ইউনিটের উপ-পরিচালক তপন কুমার সাহা, করিঞ্চা খামারের উপ-পরিচালক ইন্দ্রজিৎ চন্দ্র শীল ও পাথিলা কৃষি খামারের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার। একই সাথে যশোর বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের উপ-পরিচালক মো. আমিন উল্লাকেও বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে। বিএডিসির সচিব আব্দুল লতিফ মোল্লা সোমবার বিকালে এক চিঠিতে এই আদেশ দেন। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান মহা-ব্যবস্থাপক বীজ (বিএডিসি) নুরুননবী…
জুমবাংলা ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে ভিমরুলের কামড়ের ৫ দিন পর এক শিশুর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত আরিফ হোসেন (৭) মোল্লাপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত রিপন বলেন, শুক্রবার বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে শিশু আরিফকে ভিমরুল কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আরিফকে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের মনসুর প্লাজায় থাকা রেস্টুরেন্টের ভেতরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রাশেদ মৃত্যুর প্রহর গুনছেন। এমন আশঙ্কার কথা জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণে রাঁধুনী রেস্টুরেন্টের কর্মী রাশেদ মিয়ার শরীর ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্যরা আশঙ্কামুক্ত রয়েছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, শনিবার রাতে বোর্ডবাজারের মনসুর প্লাজার নিচ তলায় রাঁধুনী রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটে। এতে ওই রেস্টুরেন্টসহ পাশে থাকা তৃপ্তি হোটেল বিধ্বস্ত এবং আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হোটেলের কর্মী রাশেদসহ ১৮ জন দগ্ধ হন। এছাড়া এ বিস্ফোরণে বেশি ক্ষতিগ্রস্ত হয় মনসুর প্লাজা। ভবনটির দ্বিতীয়…
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ার দড়িবাউশিয়া এলাকায় আজ মঙ্গলবার বিকাল ৩টায় সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। এতে ১৭ জন আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সাথে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার দড়িবাউশিয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এতে ঘটনাস্থলে বাসের দুইজন যাত্রী মারা যান এবং আহত হন ১৭ জন যাত্রী। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে হাইওয়ে পুলিশ। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা…
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম জার্মানির ডুসেলডর্ফের একটি হাসপাতালে আগুনে একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। খবর ইউএনবি’র। নগর কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে ডুসেলডর্ফের মারিয়েন হাসপাতালে সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭৭ বছর বয়সী একজন ঘটনাস্থলেই মারা যান। ডুসেলডর্ফ ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্রিস্টোফার জানান, সাতজন মারাত্মক আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।
গাজীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুরের উপ-নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। অবাধ, সুষ্ঠ, সুন্দর ও ভালো নির্বাচন হবে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রংপুরের উপ-নির্বাচনে জাতীয় পার্টি আছে, আমরাও প্রার্থী দিয়েছি এবং বিএনপিও অংশ নিচ্ছে। আশা করি এ নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও ভালো হবে।’ তিনি বলেন, স্বাধীনভাবে ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিএনপি অনেকগুলো নির্বাচন বর্জন করেছে, অংশগ্রহণ করেনি। তবে এখন তারা…
জুমবাংলা ডেস্ক: বাগেরহাটের রামপাল উপজেলায় থেমে থাকা ইটবোঝাই একটি ট্রাককে পাথরবোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দিলে চালকসহ তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও একজন। খবর ইউএনবি’র। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের ইসরাইল হোসেন আনসারীর ছেলে ও ট্রাকচালক ইয়াসিন হোসেন আনসারী (২৪)। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন হাওলাদার জানান, ওই সড়কে ইটবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পাথরবোঝাই অপর একটি ট্রাক পেছন দিক থেকে ইটবোঝাই ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকচালক ও তাদের সহকারীসহ তিনজন নিহত হন। আহত অবস্থায় একজনকে উদ্ধার…
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সংসদের প্রবল চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রী জনসন কোনোমতেই ব্রেক্সিটের সময়সীমা বাড়াবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন৷ সংসদ তাঁর আগাম নির্বাচনের উদ্যোগ আবার বানচাল করে দিয়েছে৷ ব্রিটিশ সংসদে প্রধানমন্ত্রী বরিস জনসন: সোমবার গভীর রাতে প্রায় এক মাসের জন্য সংসদ মুলতুবি করেও শেষরক্ষা করতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ মাত্র পাঁচ দিনের মধ্যেই সংসদ তাঁর পরিকল্পনার পথে এতগুলি বাধা সৃষ্টি করবে, এমনটা তিনি সম্ভবত ভাবতে পারেন নি৷ সোমবার রানির স্বাক্ষরের পর চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে বিরোধীদের আনা প্রস্তাব আইনে পরিণত হয়েছে৷ ১৫ই অক্টোবর তাঁর আগাম নির্বাচনের প্রচেষ্টাও দ্বিতীয়বারের জন্য বানচাল করে দিয়েছে সংসদ৷ তবে ভেঙে গেলেও মচকাতে প্রস্তুত নন বরিস…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১ শত জন কৃষক বিনামূল্যে পেল সার ও বীজ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়াও সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১ শত জন কৃষককে বিনামূল্যে সার ও মাসকালাই বীজ বিতরণ করেন। এছাড়াও কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এস.এম.ই কৃষকদের মাঝে ওজন মেশিন, প্যাকেট সেলাই মেশিন, পলিব্যাগ ও বীজ চালুনি বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী…
জুমবাংলা ডেস্ক: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ফরিদপুর ও কুষ্টিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র। মঙ্গলবার ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় কবিরাজপুর ইউনিয়নের দফাদারের (গ্রাম পুলিশ) চাকরি করতেন। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর এলাকার কবিরাজপুর গ্রামে। ফরিদপুর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত সিদ্দিকুর রহমানকে সোমবার দুপুরে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার বিকালে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিনা খাতুন (২৫) নামে এক…
স্পোর্টস ডেস্ক: তিন বছর ওয়ানডে না খেলেও, সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব পেলেন হার্ড-হিটার ব্যাটসম্যান কাইরন পোলার্ড। শুধুমাত্র ওয়ানডেই নয়, টি-২০ অধিনায়কের ভারও পোলার্ডের কাঁধে তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়ানডেতে জেসন হোল্ডার ও টি-২০ তে কালোর্স ব্র্যাথওয়েটের স্থলাভিষিক্ত হলেন হোল্ডার। তবে টেস্ট দলের অধিনায়কত্বে থাকছেন হোল্ডার। ২০১৬ সালের ৫ অক্টোবর সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন পোলার্ড। এমনকি দ্বাদশ বিশ্বকাপের দলেও ছিলেন না তিনি। তবে ঐ বিশ্বকাপে মোটেও ভালো পারফরমেন্স করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৯ ম্যাচে মাত্র দু’টিতে জয় পায় ক্যারিবীয়রা। ফলে দশ দলের মধ্যে পয়েন্ট টেবিলে নবম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে হয় হোল্ডারের দলকে। হোল্ডারকে সরিয়ে পোলার্ডকে…
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন সরাসরি টোকিওতে আঘাত হানায় গতরাতে নারিতা বিমান বন্দরে প্রায় ১৭ হাজার যাত্রী আটকা পড়েন। টাইফুনের হানায় টোকিওর পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। এতে ১শ’র বেশী ফ্লাইট বাতিল করা হয়, টোকিও থেকে ৭০ কিলোমিটার পূর্বে নারিতা বিমান বন্দর থেকে টোকিওমুখী সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বন্দরের মুখপাত্র কেই মিয়াহারা মঙ্গলবার ভোরে এএফপিকে বলেন, গত মধ্যরাতে বিমান বন্দরে ১৬ হাজার ৯০০ যাত্রী আটকা পড়েন।সকালে যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছেন, কেউ কেউ রেল ও সড়ক পথে তাদের গন্তব্যে যাচ্ছেন। টেকিওর পূর্বদিকে চিবা এলাকায় নারিতা বিমান বন্দর টাইফুন ফ্যাক্সাই এর সরাসরি…
জুমবাংলা ডেস্ক: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস এ কথা বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দম্কা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী…
জুমবাংলা ডেস্ক: আরবি বর্ষের প্রথম মাস, অর্থাৎ মহরম মাসের ১০ তারিখ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আশুরা হিসেবে পরিচিত। ইসলামি বর্ষপঞ্জিতে যে চারটি মাস মুসলিমদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে মহররম অন্যতম। ১০ই মহররম দিনটিকে ‘বিশেষ মর্যাদার’ দৃষ্টিতে দেখে মুসলিমরা। ইসলামের ভেতর দুটি মত – সুন্নি এবং শিয়া – উভয়ের কাছেই আশুরার দিনটি গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, আশুরা বা ১০ই মহররম দিনটি মুসলিমদের জন্য নানা কারণে তাৎপর্যপূর্ণ। ইসলামি চিন্তাবিদরা বলছেন নবী মোহাম্মদের (সা.) সময় থেকে মুসলিমরা ১০ই মহররম পালন করতো। এর পেছনে নানা ধর্মীয় বিশ্বাস নিহিত ছিল। মুসলিমরা বিশ্বাস করেন,…
জুমবাংলা ডেস্ক: পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। খবর ইউএনবি’র। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার বন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় হিলি বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানান তিনি। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নবনির্বাচিত স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ…
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, কোনও জাতির একার পক্ষে এটি করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাপী গৃহীত বেশ কিছু উদ্যোগের আবাসস্থল, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার লড়াইয়ে সম্মিলিতভাবে আমাদের টিকে থাকার জন্য একটি দিক নির্দেশনা দিয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘কমিশনের একটি নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে যে, যদিও বাংলাদেশ অনেক পদক্ষেপ নিয়েছে, তথাপি অনেক কাজ এখনো বাকী রয়ে গেছে।’…
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহীদ ময়েজউদ্দিন সড়কের উপজেলা ভূমি অফিসের সামনে এ শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মহান ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া পরিচারণা করেন উপজেলা পরিষদ…